শীর্ষে কালো শাড়ি / Black Saree Fashion

ইন্ডিয়ান আনারকলি শাড়িগুলো এবার বেশ চলছে। আনারকলি শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এর পাড়বিহীন জমিনে স্টোন, পুঁতি ও জরির প্রচুর কাজ।

saree

কিছু কিছু আনারকলি শাড়িতে এক্সট্রা পাড় লাগানোর ব্যবস্থা থাকছে। 


saree

শাড়ির দোকানেই বিভিন্ন রংয়ের ম্যাচিং পাড় পাওয়া যাচ্ছে। রেশমের সুতোয় জমকালো কাজের এসব পাড় দেখতে আকর্ষণীয় এবং নজরকাড়া।

পছন্দের শীর্ষে কালো শাড়ি


রঙের বৈচিত্রে কমতি না থাকলেও এবার ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে কালো রঙের শাড়ি। কালো ব্যাংকগ্রাউন্ডে উজ্জ্বল রংয়ের সুতোর কাজ করা শাড়িগুলো লুফে নিচ্ছেন বিভিন্ন বয়সী নারী।

saree

saree


বিক্রেতাদের ধারণা, কান চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকজন ভারতীয় সেলিব্রেটি কালো রংয়ের শাড়ি পরে রেড কার্পেটে হেঁটেছেন। এ কারণেই সম্ভবত কালো শাড়ির এই ক্রেজ দেখা যাচ্ছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url