নারীদের শাড়ী পড়লে অনেক সুন্দর দেখায় কেন?
নারী তো উপরওয়ালার দান। অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। আর শাড়ীটাও প্রকৃতির মত।
কারণ শাড়িতে মেয়েদের মাধুর্য, স্বকীয়তা, শৌখিনতা, লাবণ্য, রমনীয়তা সত্যি প্রকাশ পায়। এক কথায় শাড়ি পড়লেই নারী সত্যিকার নারী রূপে শুভা পায় l এ এমন এক আয়োজন, উপকরণ ও ভূষণ যা নারীদের রমনীয়তার ও স্বকীয়তা ধরে রাখে। নারীত্ব আলোকিত হয়ে উঠে শাড়ীতে।
তবে আমির মতে শাড়ি পড়লে সাধারণত “টিনেজার মেয়েদের ” কে বেশি সুন্দর লাগবে। কারণ এই বয়সটাই অন্যরকম সৌন্দর্য রয়েছে। এই বয়সের মেয়েরা যদি শাড়ি পড়ে তাহলে তাদের অপরূপ সুন্দর লাগবে যা বলার মত শব্দ বা ভাষা আমার কাছে নেই।