মধ্যবয়সী নারীর প্রতি কমবয়সী ছেলের আকর্ষণ হয় কেন?

বেশ বাস্তবতা বিদ্যমান এই প্রশ্নে

যৌ* আকর্ষণ খুবই একটি সাধারণ বিষয়। বিষয়টি সাধারণ হলেও, এ নিয়ে আলোচনা রক্ষণশীল সমাজে "অসাধারণ" ঘটনা, কারণ বিষয়টি ভীষণ ট্যাবু। ‌ এখানে যদি কম বয়সের সংজ্ঞা ২০-২১ আর মধ্যবয়সী ৪০+ ধরি, তাহলে কিছু বাস্তব পয়েন্ট খুঁজে পেতে পারিঃ

নিশ্চয়তা অনুভবঃ এই বয়সের নারীরা সাধারনত বিবাহিত হয়ে থাকেন। তাদের সঙ্গে সম্পর্কে জড়াতে পারলে বিবাহ করার ঝুঁকি খুবই কম থাকবে, এই চিন্তা থেকে ছেলেরা এক ধরনের নিশ্চয়তা অনুভব করে।


নারীর প্রতি নেতিবাচক মনোভাবঃ এই বয়সী নারীদের সঙ্গে ''কোনরূপ সম্পর্ক'' করতে পারলে সেটাকে সহজেই যৌন সম্পর্কে রূপান্তর করা যাবে, এরূপ একটা নেতিবাচক ভাবনা থেকে অল্প বয়সী ছেলেরা তাদের প্রতি আকর্ষণ অনুভব করে। বিশেষ করে যে নারীদের স্বামী দূরের কোনো স্থানে অবস্থান করে তাদের প্রতি এই নেতিবাচক ধারণা আরো তীব্র হয়।

মনস্তাত্ত্বিক বিষয়ঃ সহজ পুরুষ প্রবৃত্তি অপেক্ষাকৃত মেদবহুল স্ফীত কোমর, স্ত* এগুলোতে তীব্র যৌ* আকাঙ্ক্ষা অনুভব করে। সমবয়সী মেয়েদের চেয়ে বিবাহিত মধ্যবয়সী নারী এক্ষেত্রে বেশ এগিয়ে থাকে।



সহজ যোগাযোগঃ আমাদের সাধারণ সমাজে একজন মধ্যবয়স্ক বিবাহিত নারীর সঙ্গে যত সহজে কথোপকথন আলাপচারিতা করা যায়, একজন অবিবাহিত কুমারী নারীর সঙ্গে কত সহজে কথাবার্তা বলা যায় না। এই সহজ কমিউনিকেশন তাদেরকে একটা ফ্যান্টাসিতে নিয়ে যায়।


ইনবিল্ট শব্দ ও মগজ ধোলাইঃ আমাদের সমাজে "ভাবি" "বৌদি" শব্দগুলো এমনভাবে বিবর্তিত হয়েছে, যেন তাদের সঙ্গে রঙ্গ-রস, হাসি-তামাশা মজার চটুল কৌতুক, অনাকাঙ্ক্ষিত স্পর্শ এগুলো করা যায়। বাল্যকাল থেকেই নানাবিধ সামাজিক ওরিয়েন্টেশনে এই ধারণাগুলো মগজস্থ হয়। ফলে ছেলেদের মধ্যে ভাবি/ বৌদিদের প্রতি তীব্র আকর্ষণ সৃষ্টি হয়।



তীব্র যৌ* আকাঙ্ক্ষাঃ কৈশোর উত্তীর্ণ এই বয়সী যুবকদের খুবই যৌন আকাঙ্ক্ষা থাকে। তারা বিপরীত লিঙ্গের প্রতি খুবই আকর্ষণ অনুভব করে।

পরিশেষে এটাও বলি, এক গবেষণা থেকে জানতে পেরেছিলাম, মেয়েরা যৌ* নির্যাতনের শিকার সমবয়সীদের চাইতে চল্লিশোর্ধ বয়স্ক পুরুষদের দ্বারাই বেশি হয়ে থাকে। কাজেই প্রশ্নটি উল্টিয়েও দেওয়া যেতে পারে, মধ্যে বয়সী পুরুষেরা কেন অল্প বয়সী নারীদের প্রতি বেশি আকর্ষিত হয়। যৌন আকর্ষণ সৃষ্টিকর্তার অপরূপ এক সৃষ্টি, এ আকর্ষণ থাকবেই। সবাই যেন সামাজিক রীতিনীতির মধ্যে শৃংখলাবদ্ধ থাকি এটাই প্রত্যাশা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url