কাজল চোখে তোমাকে অপরূপ লাগে
প্রেমিকা মানে এক চোখ কালো কাজল যেন প্রেমিকা কে অপরূপা লাগে। তার চোখের চাহনি নিজে প্রতি মায়া লেগে উঠে!
নিজে কে বড় অসহায় মনে হয় তোমার অপরূপ চোখের দিকে তাকালে! মনে হয় তুমি কিভাবে যে আমাকে তোমার নিকট আসতে দিলে তা নিয়েই মাঝে মাঝে নিজেকে জিঙ্গোপনা করা লাগে!
অন্য দিকে নীল শাড়ি আর হাতভর্তি কাঁচের চুড়ি মনে হয় যেন আকাশ থেকে কে যেন আমার জন্য নিজের হাতে বানিয়ে পাঠিয়েছে! ইসস কতই না অপরূপ লাগে তোমায়!
শাড়ি ছাড়া প্রেমিকে মানায় ই না!